১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঢাকা

তথ্যপ্রযুক্তি খাতে কাজ করতে আগ্রহীদের জন্য বিনামূল্যে কর্মশালা


ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট (বাড়ি-৭, রোড-৪, ধানমণ্ডি, ঢাকা) আয়োজন করছে আইটি সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী সম্পূর্ণ নতুন মুখদের জন্যে দিনব্যাপী একটি ফ্রি কর্মশালা। আগ্রহীরা তাদের পছন্দ অনুযায়ী যে কোন একটি বিষয়ের কর্মশালাতে যোগ দিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মার্কেটিং, ওয়েব ডিজাইন, এসইও, অ্যাপ ডেভেলপমেন্ট ও ইথিক্যাল হ্যাকিং এই বিষয়গুলোর মধ্য থেকে যে কোন একটি বিষয়ে একদিনের ফ্রি কর্মশালায় অংশ নেওয়া যাবে। আগ্রহীদের তাদের পছন্দের বিষয় সম্পর্কে ধারণা বা ভাবনা আয়োজনের ফেইসবুক ইভেন্ট পেইজে (https://www.facebook.com/events/135599900124444/) লিখতে হবে এবং ইভেন্ট শেয়ার করতে হবে। শেয়ারকারী ৫ জন সৌভাগ্যবানকে কে বিশেষ পুরস্কার প্রদান করা হবে এই কর্মশালায়। তাছাড়া, সেই ৫ জন কর্মশালায় আমন্ত্রিত বিশেষ অতিথিগণকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে।

পূর্ণাঙ্গ সূচি:

গ্রাফিক ডিজাইন- ১৮ সেপ্টেম্বর
ইমেইল মার্কেটিং- ১৮ সেপ্টেম্বর
ওয়েব ডিজাইন- ১৯ সেপ্টেম্বর
এসইও- ২ অক্টোবর
অ্যাপ ডেভেলপমেন্ট- ২ অক্টোবর
ইথিক্যাল হ্যাকিং- ২ অক্টোবর

সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র