১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম

ফেইমের প্রযোজনায় মঞ্চায়িত হচ্ছে

নওকর শয়তান মালিক হয়রান


চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চা কেন্দ্র ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক-এর নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করছে তাদের ২১তম প্রযোজনা ‘নওকর শয়তান মালিক হয়রান’। বন্দর নগরীর নন্দন কাননের রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই নাটকটি মঞ্চায়িত হবে। এটি মূলত ইতালীয় নাট্যকার কার্লো গোলদোনির বিখ্যাত কমেডি ‘দ্য সারভেন্ট অব টু মার্স্টাস’র বাংলা অনুবাদ। নাটকটির অনুবাদ ও নির্দেশনায় রয়েছেন অসীম দাশ।

নাটকের গল্পে নিজের প্রেমিকের খোঁজে ভেনিস শহরে আসে বিয়েতরিচে রাসপোনী। আসে নওকর ত্রোফালদিনো। বিনা ভাবনা চিন্তায় সে কবুল করে নেয় দুই মালিকের চাকরি। ঘটতে থাকে উদ্ভট সব ঘটনা আর কাণ্ডকারখানা। সৃষ্টি হতে থাকে নতুন নতুন হাস্যরসের।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, পলি চৌধুরী ববি, বাপ্পী সিকদার, রুমেল বড়ুয়া, কমল বড়ুয়া, শহীদুল সাবিত, প্রেম পাঠক, সরোয়ার সুমন, নিশিগন্ধা দাশগুপ্তা, খাদিজাতুল রিশিকা ও সাজ্জাদ হোসেন তুষার।

সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›