১৭ সেপ্টেম্বর পর্যন্ত, শিল্পকলা একাডেমি, ঢাকা
দক্ষিণ এশিয়ার লোকশিল্পকে তুলে ধরতে
কর্ণফুলী ফোক আর্ট ট্রিয়েনাল
১৩ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে কর্ণফুলী ফোক আর্ট ট্রিয়েনাল ঢাকা পর্বের চিত্র প্রদর্শনী। শিল্প সংগঠন সন্তরণ ও গ্যালারি চর্যার উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনী শুরু হয়েছে। এতে নেপালের প্রাচীন শিল্পকলা থাংকা, পোভা ও মিথিলা, ভারতের পটচিত্র ও মধুবনী শিল্পকলা, বাংলাদেশের রিকশা অ্যাপ্লিক, আলপনা শিল্প এবং সিনেমার ব্যানার পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী ১৩ থেকে ১৭ই সেপ্টেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
৬ দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন।
সাতদিন/এমজেড