১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মি, শিল্পকলা একাডেমি, ঢাকা
এস এম সোলায়মান প্রণোদনা ও স্মারক বক্তৃতা
নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানরে ১৪তম প্রয়াণ ও ৬২তম জন্ম দিবস উপলক্ষে এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে থিয়েটার র্আট ইউনিট। বাংলাদশে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ১৭ সপ্টেম্বের সন্ধ্যা ৬ টায় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে এস এম সোলায়মান প্রণদোনা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান। অনুষ্ঠানের অংশ হিসেবে থাকছে ‘এস এম সোলায়মান স্মারক বক্তৃতা’। স্মারক বক্তৃতা করবনে অধ্যাপক জামিল আহমেদ। একই অনুষ্ঠানে থিয়েটার র্আট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান প্রণোদনা পুরস্কার প্রদান করা হবে। এরপর সন্ধ্যা থাকছে নাটক গোলাপজান-এর মঞ্চায়ন। নাটকটি দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এস এম সোলায়মানরে জন্ম ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর এবং ২০০১ সালের ২২ সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তাকে ২০১৪ সালে মরোণত্তর একুশে পদক দেওয়া হয়। এ ছাড়া সারা জীবনে তিনি বহু পদক ও সম্মাননা পেয়েছেন।
সাতদিন/এমজেড