১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, ইএমকে সেন্টার, ঢাকা
শিল্পী তাসলিমা আলমের সাথে আড্ডা
ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, মিডাস সেন্টার, রোড-২৭ পুরনো, ধানমণ্ডি) শিল্পী তসলিমা আলমের একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর। এরই ধারাবাহিকতায় শিল্পীর সাথে এক আড্ডার আয়োজন করেছে ইএমকে সেন্টার। উল্লেখ্য, চলমান এই প্রদর্শনীতে ইসলামী শিল্পরীতিতে করা শিল্পীর কাজ স্থান পেয়েছে।
শিল্পী তাসলিমা আলম ইসলামী এবং অরিয়েন্টাল শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ইংল্যান্ডের প্রিন্স’স স্কুল অফ ট্র্যাডিশনাল আর্টস থেকে ‘ভিজুয়্যাল ইসলামিক এন্ড ট্র্যাডিশনাল আর্টস’-এর উপর মাস্টার্স সম্পন্ন করেছেন।
সাতদিন/এমজেড