১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মি, বেঙ্গল শিল্পালয়, ঢাকা
প্রাণের খেলায় গান শোনাবেন
ফরিদা পারভীন ও সফিউল আলম রাজা
বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সংগীতায়োজন ‘প্রাণের খেলা’র এবারের আসরে লোকগান নিয়ে হাজির হচ্ছেন ভাওয়াইয়া গানের শিল্পী সফিউল আলম রাজা এবং লালনগীতির শিল্পী ফরিদা পারভীন। এই আসর বসতে যাচ্ছে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ৪২, সড়ক ২৭, শেখ কামাল সরণি, ধানমণ্ডি আ/এ)।
শিল্পী সফিউল আলম রাজা কুড়িগ্রামের সন্তান। ২০০৮ সালে তিনি ভাওয়াইয়া গানের একটি দল গঠন করেছেন। এছাড়া ২০১১ সালে ভাওয়াইয়া গানের স্কুল গঠন করেছেন যেখানে বিনামূল্যে কোর্স করানো হয়। ‘উত্তরের সুর’ ও ‘আদম-হাওয়া’ শিরোনামের দুটি চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত আছেন তিনি।
অপরদিকে ফরিদা পারভীন বাংলাদেশে লালনগীতির শীর্ষ জনপ্রিয় শিল্পীদের একজন। মাগুরা জেলায় ওস্তাদ কমল চক্রবর্তী-র কাছে ফরিদা পারভীনের গানের হাতেখড়ি হয়। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস এবং ওসমান গণি'র কাছে শাস্ত্রীয়সংগীত শেখেন। তাঁর নজরুল সঙ্গীতের প্রথম গুরু হচ্ছেন কুষ্টিয়ার ওস্তাদ আবদুল কাদের। এরপর তিনি মেহেরপুরে মীর মোজাফফর আলী'র কাছেও নজরুল সঙ্গীত শেখেন।
সাতদিন/এমজেড