A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

পঞ্চকবির গান নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় | সাতদিন

১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা

পঞ্চকবির গান নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়

ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) পঞ্চকবির গানের আসরের আয়োজন করা হয়েছে। এই আসরে গান গাইবেন ভারতীয়-বাঙালী সংগীতশিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি বর্তমানে শান্তিনিকেতনের বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সংগীতের এই আসর সবার জন্য উন্মুক্ত থাকবে।


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে অধ্যয়নকালে তিনি নীলিমা সেন-এর মতো বিখ্যাত সংগীতশিল্পীকে শিক্ষিকা হিসেবে পেয়েছেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, দ্বীজেন্দ্রলাল রায়, দীলিপ কুমার রায় এবং রজনীকান্ত সেন-এর গান গেয়ে প্রশংসিত হয়েছেন। ইতোমধ্যে তাঁর বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। অল ইন্ডিয়া র‍্যাডিও এবং দুর্দর্শনে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করে থাকেন।

সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫