১৮ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মি, যাত্রাবিরতী, ঢাকা
যাত্রাবিরতীতে গানের আসর
রাজধানীর যাত্রাবিরতীতে (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু) নিয়মিতভাবে গানের আসর আয়োজিত হয়ে আসছে। সাপ্তাহিক এই আয়োজনে এবারে অংশ নিচ্ছেন কন্ঠশিল্পী ভিনসেন্ট। তিনি শোনাবেন ফরাসী ভাষার কিছু গান, পাশাপাশি কিছু পুরোনো শ্রুতিমধুর গান। তাঁর সাথে যোগ দিবেন হুমায়রা জাহান। তবলায় থাকছেন সঞ্জীব মজুমদার এবং বেজ-এ থাকছেন ডন। ৩০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ আনুষ্ঠানটি উপভোগ করতে পারেন।
সাতদিন/এমজেড