A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

আট ব্যান্ডকে নিয়ে রকসংগীতের আসর | সাতদিন

১৮ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মি, গুলনকশা বসুন্ধরা কনভেনশন সিটি, ঢাকা

আট ব্যান্ডকে নিয়ে রকসংগীতের আসর

লাইভ স্কয়ার এবং রক ন্যাশনের উদ্যোগে ‘রকন্যাশন ২০১৫: দ্য রিসারেকশন’ শীর্ষক এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় রকব্যান্ড ভাইকিংস, অর্থহীন, আর্টসেল, ক্রিপটিকফেইট, নেমেসিস, অর্বোভাইরাস, পাওয়ারসার্জ, মিনের্ভা এবং ওনড। রাজধানীর গুলনকশা-বসুন্ধরা কনভেনশন সিটি-১ এ (বসুন্ধরা ৩০০ ফিট রোড) এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের জন্য ফটক উন্মুক্ত করা হবে দুপুর ২টা ৩০ মিনিটে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে।


টিকেটের মূল্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বসুন্ধরার যমুনা ফিউচার পার্ক (দোকান-জিডি ০০১), উত্তরার আরএকে টাওয়ার (দোকান-৩২২, জসিম উদ্দিন সড়ক), ধানমণ্ডির প্লাজা এ আর (বাড়ি-২, রোড-১৪৯ নতুন, মিরপুর রোড), মগবাজারের নাভানা বেইলি স্টার (লেবেল-১, বেইলি রোড) এবং বনানীর টেক্সমার্ট (৪১, লেভেল ১, কামাল আতাতুর্ক এভিন্যু)-এ অনুষ্ঠানের টিকেট পাওয়া যাচ্ছে। অনলাইনে Bikroy.com অথবা imdhaka.com থেকে টিকেট কেনা যাবে।

সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫