১৮ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ মি, মিরপুর পাল পাড়া ঘাট, ঢাকা

তুরাগ নদীর পাড়ে ফটো ওয়াক

ফটোগ্রাফি ট্রেনিং একাডেমি ডিসিপি এক্সপেডিশন্স তুরাগ নদীর পাড়ে এক ফটো ওয়াকের আয়োজন করেছে। সংস্থাটি সাধারণত প্রতি সপ্তাহে এধরণের ফটো ওয়াকের আয়োজন করে থাকে। ফটো ওয়াকে কোন একটি স্পটে গিয়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির উপর হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এবারের ভ্রমণ হবে আশুলিয়ায় তুরাগ নদীর পাড়ে। নানান প্রজাতির পাখির ছবি তোলার জন্য এটি সুবর্ণ সুযোগ। এতে অংশ নিতে http://www.dcpexpeditions.com/workshop.php?id=196 ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে।


১৮ সেপ্টেম্বর সকাল ৭টার মধ্যে সবাইকে মিরপুর-১ নং পাল পাড়া ঘাটে উপস্থিত থাকতে হবে। প্রতি ৫ জনের জন্য একটি করে নৌকা ভ্রমণের জন্য ঠিক করা হবে। সকাল ৭টা ৩০ মিনিটে যাত্রা শুরু হবে। সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানো হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৭১৫৯৫৯৮৬৮ নাম্বারে যোগাযোগ করতে হবে।


সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র