১৭ সেপ্টেম্বর বিকাল ৪টা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

জালালের গল্প নিয়ে পাঠচক্রে নির্মাতা আবু শাহেদ ইমন

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের নিয়মিত আয়োজন পাঠচক্র অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলন কেন্দ্রে (টিএসসি)। এবারের পাঠচক্ররের বিষয় সদ্য মুক্তিপ্রাপপ্ত চলচ্চিত্র 'জালালের গল্প' । ‌এটি বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে আলোচিত চলচ্চিত্র। পাঠচক্রের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন 'জালালের গল্প' চলচ্চিত্রের নির্মাতা আবু শাহেদ ইমন। উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক সদস্য। পাঠচক্রটি সকলের জন্য উন্মুক্ত।


চলচ্চিত্রে মূল চরিত্র জালালের তিন বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জালালের গল্প’। মূলত এই তিন বয়সে বাংলাদেশের তিন ধরনের সামাজিক পরিস্থিতি ও পারিপার্শ্বিকতার গল্প চলচ্চিত্রটিতে উঠে এসেছে। প্রকৃতপক্ষে আমাদের সমাজে জালালরা বরাবরই পার্শ্ব-চরিত্র। আর এই পার্শ্ব-চরিত্রকে সমাজ কিভাবে নিয়ন্ত্রণ করে সেটাই গল্পের মূল বিষয়বস্তু। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালী দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াসসহ আরও অনেকে। আর নাম ভূমিকায় অভিনয় করেছে মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।


সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র