১৭ সেপ্টেম্বর বিকাল ৫টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

তনুশ্রী পদক প্রদান ও আয়না বিবির পালা মঞ্চায়ন


আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মূল মিলনায়তনে নাট্যধারা আয়োজন করতে যাচ্ছে "তনুশ্রী পদক প্রদান" অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন। পদক প্রদানের পর ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটক "আয়না বিবির পালা" মঞ্চায়িত হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন রবিউল আলম। এটি নাট্যধারার ২০তম প্রযোজনা।

উজ্জ্বল সওদাগর এবং আয়না বিবি’র প্রেমের কাহিনী নাটকটির মূল উপজীব্য বিষয়। সওদাগরের পুত্র উজ্জ্ব হালচাষ করে। কিন্তু তার শরীরের সওদাগরের রক্ত। একদি সে সিদ্ধান্ত নেয় বাণিজ্যে যাবে। তার বাবা বাণিজ্যে গিয়ে আর ফিরে আসেনি। সেকারণেই তার তাকে বাণিজ্যে যেতে দিতে চায় না। কোন বাধাকে আমলে না নিয়ে উজ্জ্বল বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা কে। পথে সে ডাকাতের আক্রমণে পড়ে এবং একটি অপরিচিত গ্রামে আশ্রয় নেয়। সেই গ্রামে তার সাথে দেখা হয়ে যায় আয়না বিবি নামে এক নারীর। আয়না বিবির প্রেমে পড়ে যায় উজ্জ্বল। মায়ের নিষেধ সত্বেও বিয়ে করে আয়নাকে। কিন্তু যাদুর প্রভাবে উজ্জ্বলের সাথে আয়নার বিচ্ছেদ ঘটে। আয়নার শোকে পাগল হয়ে ফকির বেশে ঘুরে বেড়াতে থাকে উজ্জ্বল। এমনই এক গল্প নিয়ে নাটক ‘আয়না বিবির পালা’।


সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›