রাত ৯টা ৫ মি, ১৭ সেপ্টেম্বর, এনটিভি
বন্ধু তোমারই খোঁজে’র অতিথি
হাবিবুল বাশার সুমন
উপস্থাপনা: ইভান
পরিকল্পনা ও প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
ভীন্নধর্মী এক আড্ডার অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’ যার প্রতিটি পর্বে একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপকের সাথে কথপোকথনে বেরিয়ে আসে আমন্ত্রিত অতিথির অতীত জীবনের ঘনিষ্ট বন্ধুদের গল্প। সেই সব বন্ধুরা যাদের’কে ছাড়া অতিথির জীবন হয়তো অপূর্ণ থেকে যেত কিন্তু তাদের সাথে দেখা নেই বহু দীন ধরে। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত বরেণ্য ব্যক্তির এমনই এক ঘনিষ্ট বন্ধুকে হাজির করা হয় যার সাথে অতিথির দীর্ঘ দিন যোগাযোগ নেই। এভাবেই জমে উঠে এক প্রাণবন্ত আড্ডা। অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশের ক্রিকেটের সাথে ঘনিষ্টভাবে জড়িয়ে আছে হাবিবুল বাশার সুমনের নাম। তাঁর আসল নাম কাজী হাবিবুল বাশার। দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত তিনিই সফলতম অধিনায়ক। তাঁর হাত ধরেই বাংলাদেশ পেয়েছে প্রথম টেস্ট জয়ের স্বাদ। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য।
হাবিবুল বাশারের জন্ম ১৯৭২ সালে। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের পক্ষে প্রথম খেলার সুযোগ পান। ১৯৯৫ সালে এশিয়া কাপে শ্রীলংকার বিরুদ্ধে তাঁর একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়। এই ডানহাতী বেটসম্যান বাংলাদেশের পক্ষে ৫০ টি টেস্ট ম্যাচে ৩০২৬ রান করেছেন। টেস্টে তাঁর রয়েছে ৩ শত রানের ও ২৪টি অর্ধশত রানের ইনিংস। ১১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সুমনের সংগ্রহ ২১৬৮ রান। রয়েছে ৬টি শতক ও ৩৭টি অর্ধশতক।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর চৌধুরী। উপস্থাপনা করছেন ইভান সাইর। প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ৯ টা ৫ মিনিটে।