১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা, ছায়ানট মিলনায়তন, ঢাকা

সংগীত, তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনায় সাজানো

পণ্ডিত রামকানাই দাশ স্মরণানুষ্ঠান

৫ সেপ্টেম্ব ছিল পণ্ডিত পণ্ডিত রামকানাই দাশের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে বার্ধক্যজনিত অসুস্থথায় তাঁর জীবনাবসান ঘটে। এই মহান সুরসাধকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রামকানাই দাশ স্মৃতি পরিষদ এক স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানীর শংকর বাস স্ট্যান্ড সংলগ্ন ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে (বাড়ি-৭২, রোড-১৫/এ, ধানমণ্ডি) এই অনুষ্ঠান শুরু হবে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টায়। আয়োজনের অংশ হিসেবে থাকছে রামকানাই দাশের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, সনদপত্র বিতরণ, তথ্যচিত্র প্রদর্শনী এবং পণ্ডিত রামকানাই দাশ রচিত ও সুরারোপিত সংগীত পরিবেশনা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ এই আয়োজনে মূল প্রবন্ধ পাঠ করবেন। আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরেণ্য সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্য এবং সংগীত পরিষদের সভাপতি নিউইয়র্ক থেকে আগত কাবেরী দাশ। উল্লেখ্য, কাবেরী দাশ পণ্ডিত রামকানাই দাশের জ্যেষ্ঠ কন্যা। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুমন চৌধুরী, আবু বকর সিদ্দিক, কাবেরী দাশ, অনিন্দিতা চৌধুরী, পূর্ণচন্দ্র রায়, যিশু রাম সুশীল, ইউসুফ আহমেদ খান প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন ড. নিমাই মণ্ডল। এ ছাড়া থাকছে রামকানাই দাশের রচনা ও সুরারোপিত গানের কর্মশালার প্রশিক্ষণার্থীদের কোরাস।

উল্লেখ্য, 'পণ্ডিত রামকানাই দাশ স্মৃতি পরিষদ' ও “সংগীত পরিষদ”যৌথভাবে আয়োজন করেছে তাঁর রচিত ও সুরারোপিত গানের প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা উদ্বোধন করবেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, প্রশিক্ষণ দিবেন রামকানাই দাশের সুযোগ্যা কন্যা ও শিষ্যা শিল্পী কাবেরী দাশ । ১৮ সেপ্টেম্বর থেকে এই কর্মশালা শুরু হবে। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০ মিনিট এবং ১৯ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৪ট ৩০ মিনিট পর্যন্ত কর্মশালা চলবে। প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মধ্যাহ্ন ভোজ বিরতি থাকবে। 

সাতদিন/এমজেড

১৯ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >