১৮ সেপ্টেম্বর সাক্ষাৎকার, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ত্রিলোক বাচিক পাঠশালার আয়োজন
শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
ত্রিলোক বাচিক পাঠশালা ‘শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করেছে। এই উপলক্ষ্যে গত ১৬ আগস্ট থেকে ফর্ম বিতরণ চলছে। এতে প্রমিত উচ্চারণ ও ভাষা শৈলী, আবৃত্তি, উপস্থাপনা, মাইক্রোফোনের ব্যবহার ইত্যাদি বিষয় শেখানো হবে। আগ্রহীরা টিএসসি (ঢাকা বিশ্ববিদ্যালয়), ফার্স্ট কমিউনিকেশন (দোকান-২৪১, গউসুল আজম মার্কেট, নীল ক্ষেত) বা গেট আপ (৭৪ আজীজ সুপার মার্কেট, ৩য় তলা, শাহবাগ) হতে ফর্ম সংগ্রহ করতে পারেন। আবেদনকারীদের আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার শেষে ৪০ জন বাছাইকৃত আবেদনকারীকে নিয়ে কর্মশালা শুরু হবে ঈদ-উল-আযহার পর। কর্মশালা শরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নিরঞ্জন অধিকারী, গোলাম সরোয়ার, মীর বরকত, ড. শাহাদাৎ হোসেন নিপু, রবি শঙ্কর মৈত্রী, ফরিকুল ইসলাম, মেহেদী হাসান, রাহুল আনন্দ, তামান্না তিথি, শাহানা জাহান সিদ্দিকা, ঝর্ণা আলমগীর এবং মাসুম আজিজুল বাসার। কর্মশালা চলবে তিন মাস। সপ্তাহে দুই দিন ক্লাস এবং একদিন সাপ্তাহিক রিহার্সালের আয়োজন থাকছে।
সাতদিন/এমজেড