১৮ সেপ্টেম্বর সকাল ৫টা ৩০ মি, ঢাকা থেকে টাঙ্গাইল যাত্রা
বেহুলার লাচারি উৎসব ও সাধনার আয়োজন
মধ্যযুগের সাহিত্য মনসামঙ্গল অবলম্বনে বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য ‘বেহুলার লাচারি’। ১৮ ও ১৯ সেপ্টেম্বর টাঙ্গাইল ও ঘাটাইলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সাধনা সাংস্কৃতিক মণ্ডল এবং যাত্রিক যৌথভাবে এক ভ্রমণের আয়োজন করেছে। ঢাকা থেকে টাঙ্গাইলের ভুয়াপুর পর্যন্ত এই ভ্রমণের উদ্দেশ্য ঐতিহ্যবাহী ‘বেহুলা লাচারি’ উৎসব অবলোকন করা।
ঢাকার বনানীতে অবস্থিত সাধনার কার্যালয় (বাড়ি-৫, রোড-২৭, ব্লক-জে) থেকে এই ভ্রমণ শুরু হবে ১৮ সেপ্টেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে। সড়ক পথে শীততাপ নিয়ন্ত্রিত যানবাহন ব্যবহার করা হবে এই ভ্রমণে। ভ্রমণের বেশ কিছু পথ থাকছে নৌপথে। নৌপথে ভ্রমণের সময় থাকবে লোকসংগীতের আয়োজন। এ ছাড়া সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা থাকছে পুরো আয়োজনে। এতে অংশ নিতে জন প্রতি ৪৫০০ টাকা খরচ পড়বে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮০১৯০০৮ এই নম্বারে ফোনে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, মনসামঙ্গল মধ্যযুগের জনপ্রিয় সাহিত্যগুলোর একটি। এই আখ্যানের একটি গুরুত্বপূর্ণ দিক হল নারীর শক্তিকে চিত্রায়িত করা। বেহুলার স্বামী লক্ষিন্দরকে বাঁশর রাতে সাপে কেটে যায়। এ ছিল দেবী মনসার প্রতিশোধ। কিন্তু ভাগ্যকে মেনে নিয়ে চুপ করে বসে থাকেনি বেহুলা। নিজের ভাগ্য নিজেই গড়তে মৃত স্বামীকে নিয়ে দেবলোকে যাত্রা করে সে। মনসামঙ্গলের চরিত্রগুলোকেই জীবন্ত রূপ দেওয়া হয় প্রতি বছর ‘বেহুলা লাচারি’ উৎসবে। এই উৎসব গ্রাম-বাংলার ঐতহ্যের অংশ।
সাতদিন/এমজেড