১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
বাচিক শিল্পীদের পরিবেশনা
সাংস্কৃতিক সংগঠন অ্যাম্পার্স্যান্ড বাচিকশিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি, বনানী, ঢাকা) আয়োজিত এই অনুষ্ঠানে বাচিকশিল্পীরা দেশীয়, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কথা বলবেন কাব্যিক ভঙ্গিমায়। এই পরিবেশনা হতে পারে কোন কবিতা বা আবেগ নির্ভর যে কোন লেখা থেকে। এতে অংশ নিবেন অ্যাম্পার্স্যান্ডের বর্তমান দশ সদস্য। এদের মধ্যে রয়েছেন কবি থেকে শুরু করে র্যাপার যারা কথার মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করতে চান।
এ বছরের শুরুতে অ্যাম্পার্স্যান্ড নামের সংগঠনটি যাত্রা শুরু করে। এটির প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন আশনা চৌধুরী, সামিরা সাদেক, নামিরা হোসাইন এবং শাকিল আহমেদ।
সাতদিন/এমজেড