২০ সেপ্টেম্বর পর্যন্ত, শিল্পকলা একাডেমি, ঢাকা
সাত শতাধিক শিল্পকর্ম নিয়ে চলছে প্রদর্শনী
১৭ সেপ্টেম্বর চৌদ্দ বছরে পদার্পণ করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) চারুকলা অনুষদ। এ উপলক্ষ্যে ১১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউডা চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে দশ দিনের এক বিশেষ চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে। এতে ইউডা চারুকলা অনুষদের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিল্পীর প্রায় সাত শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। এই শিল্পকর্মগুলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শিত হবে।
এই আয়োজনের অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে অভিনন্দন জানানো হয়। ১৭ সেপ্টেম্বর বিকাল ৪ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরষ্কার বিতরণী ও বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারকে সম্মানান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
সাতদিন/এমজেড