A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

অমৃতবর্ষিণীর শরৎ উৎসব | সাতদিন

১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মি, মিরপুর, ঢাকা

অমৃতবর্ষিণীর শরৎ উৎসব

সাংস্কৃতিক সংগঠন অমৃতবর্ষিণীর উদ্যোগে রাজধানীর মিরপুরে (বাড়ি-৫, রোড-৬, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর) শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে। ‘দেশমাতৃকা-শান্তি, মানবতা ও কল্যাণ’ এই মূল মন্ত্রকে সামনে রেখেই আয়োজিত হচ্ছে এই উৎসব। উৎসবে সংগীত পরিবেশন করবেন নবীন প্রতিভাবান শিল্পীরা। রাগসংগীত এবং বাংলা গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান।


সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫