১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে

ব্র্যান্ড উইৎজ-১৫

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার আসর ‘ব্র্যান্ড উইৎজ-১৫’। শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ধারণার বিকাশ ও নাগরিক সেবা প্রদানে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে উৎসাহ দেওয়াই এই আয়োজনের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।


এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে চার সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রথম পর্যায়ে প্রতিযোগিকে ব্র্যান্ড উইৎজ-এর ওয়েবসাইটে একটি কেইস সমাধান করতে হবে। প্রতিযোগিতার প্রথম পর্যায় থেকে ৪৮টি দল দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার অনুমতি পাবে। চুড়ান্ত পর্যায়ে যাবে চারটি দল। নভেম্বর মাসে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।


সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >