বিকাল ৩ টা ৩০ মি, ১৮ সেপ্টেম্বর, একুশে টিভি
টেলিফিল্ম: প্রানের মাঝে সুধা আছে
রচনা: ফারিয়া হোসেন
পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়: তারিন, অপূর্ব
তিথি এবং ইনের বিয়ের ছয় বছর পূর্তির বিশাল অনুষ্ঠানের পরদিনের সকালটি শুরু হয় চায়ের কাপে ঝর দিয়ে। খুব বেশী ইমেশনাল তিথির অভিযোগ ইমনের মধ্যে আগের সেই ইমোশন নেই, ভালবাসা নেই। নেই সর্ম্পকের সেই ম্যাজিক। তিথি এখনও ইমনের প্রথম দেয়া সেই গোলাপের ঘ্রান পায়। কিন্তু রাজনীতিবিদ ইমন বুঝতে পারে না, এতো বছরের পুরোনো ফুলে কিভাবে এখনও ঘ্রান থাকতে পারে। তিথি রাগ হয়ে মায়ের খালি ফ্ল্যাটে চলে যায়। ইমন নানা ভাবে ওর ভাঙ্গানোর চেষ্টা করে। কিন্তু তিথি একেবারে অনড়। ইমনের ধোর্য্যচ্যুতি হয়। সে মনে করে তিথির এখন আরও বেশী রাজনিতীবিদ হওয়া উচিৎ। ইমন তিথির ক্লাসের বান্ধবী রত্নার সাহায্য চায়। রন্তনা বলে তিথিকে জেলাস করতে। অন্য কারো সাথে মিশতে।
তিথি যখন দেখবে ওকে রেখে অন্য কাউকে সময় দিচ্ছে, তখন সে ঠিকই ফিরে আসবে। ইসন তাই করে। ঘটনায় রিমঝিম চরিত্রের আর্বিভাব হয়। ইমন এবং রিমঝিমকে এক সঙ্গে দেখে তিথি জেলাস হয়। ফিরে আসে ইমনের কাছে। কিন্তু ততক্ষনে অন্যধরনের নাটকীয়তা হয়ে গেছে। ইমনের ঘরে রক্ত মাখানো মৃতদেহ পাওয়া যায়। আপত দৃষ্টিতে খুনটি ইমন করেছে মনে হলেও আসলে সে জানে না, এটি কে করেছে। কেন করেছে। এখান থেকেই অন্য ধরনের গল্প শুরু হয়।
ফারিয়া হোসেনর রচনা এবং চয়নিকা চৌধুরির পরিচালনায় আজ একুশে টেলিভিশনে বিকাল ৩টা ৩০মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রাণের মাঝে সুধা আছে’। এতে অভিনয় করেছেন তারিন, অপূর্বসহ আরও অনেকে।