রাত ১২টা ৫ মি, ১৮ সেপ্টেম্বর, একুশে টিভি

ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ‘মুন’

প্রযোজনা রিয়াজুম মুনির শৈবাল


আজ একুশের ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী মুন। ফোনলাইভ কনসার্ট সম্পর্কে মুন জানান, ‘লাইভে গান গাইতে আমি খুবই পছন্দ করি। এতে দর্শকদের সরাসরি ফিডব্যাক পাওয়া যায়। আশা করছি দর্শকদের ভাল লাগে এমন কিছু গান উপহার দিতে পারব।’ এছাড়া সংগীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন তিনি।

প্রতি শুক্রবার রাত ১২ টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।

 

১৮ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›