১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
মনির মৃত্তিকের শিল্পকর্মের প্রদর্শনী
র্যাপচ্যুর অফ দ্য আর্থ
রাজধানীর বনানীতে অবস্থিত লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি, বনানী) এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিল্পী মনির মৃত্তিকের শিল্পকর্ম নিয়ে ‘র্যাপচ্যুর অফ দ্য আর্থ’ শীর্ষক এই আয়োজনে স্থান পাচ্ছে কিছু ভিন্নধর্মী চিত্রকর্ম। ডিজিটাল ও অ্যানালগ ফটোগ্রাফির সাথে শিল্পীর নিজস্ব কারুকার্যর সমন্বয়ে এই চিত্রকর্মগুলো তৈরি হয়েছে। চিত্রকর্মগুলোর মূল প্রতিপাদ্য বিষয় প্রকৃতি ও মানবের মধ্যে সম্পর্ক। উল্লেখ্য, শিল্পী মিনার মৃত্তিক বর্তমানে ব্রাত্য আর্ট ট্রাস্টের একজন সদস্য।
সাতদিন/এমজেড