১৯ সেপ্টেম্বর সকাল ১১টা ৩০ মি, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
একজন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতার বয়ান
ওয়ার: মেমরিস, হিলিং এন্ড বেয়ন্ড
ওল্ড ঢাকা নামের একটি সংগঠনের পক্ষ থেকে এক ব্যাতিক্রমি সেমিনারের আয়োজন করা হয়েছে রাজধানীর বনানীতে অবস্থিত লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি, বনানী)। ‘ওয়ার: মেমরিস, হিলিং এন্ড বেয়ন্ড’ শীর্ষক এই আয়োজনের মূল উদ্দেশ্য যুদ্ধ এবং ট্রমার অভিজ্ঞতা সম্পন্ন একজনের বয়ান শোনা। এতে মূল কথক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক কাইয়ুম খান। মুক্তিযুদ্ধ বিষয়ে তাঁর বিখ্যাত বই ‘বিটারসুইট ভিক্টরি অ্যা ফ্রিডম ফাইটার্স টেল’।
সেমিনারে কাইয়ুম খান তাঁর অভিজ্ঞতা এবং তাঁর প্রকাশিত বই-এর কথা বলবেন। যুদ্ধকে যতটা সরলভাবে মানুষ গ্রহণ করে যুদ্ধকি আসলেই ততটা সরল এক অভিজ্ঞতা? কাইয়ুম খান-এর কাছে এটি এক জটিল অভিজ্ঞতা। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি এবং আশা ভঙ্গের বেদনাও তাঁর লেখায় উঠে এসেছে।
সাতদিন/এমজেড