১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মি, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা

শংকরী মৃধা ও তাঁর দলের ভরতনাট্যম পরিবেশনা


ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভরতনাট্যম পরিবেশন করবেন শংকরী মৃধা এবং তাঁর দুই সহকারী স্বর্ণালী কুণ্ডু ‌ও লিসা চ্যাটার্জী।


শংকরী মৃধা ভারতের একজন শীর্ষস্থানীয় উচ্চাঙ্গ নৃত্যশিল্পী। ভরতনাট্যমে তাঁর হাতেখড়ি হয় ত্রিবেনী কলাক্ষেত্রে। সেখানে তিনি শ্রীমতি জয়ালক্ষ্মী এশওয়ারের কাছে তালিম নেন। কলকাতার শ্রী রাজদীপ ব্যানার্জী এবং ব্যাঙ্গালোরের কীর্তি রামগোপালের কাছে তিনি আরও গভীরভাবে নৃত্যের তালিম নিয়েছেন। বর্তমানে তিনি ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভরতনাট্যমের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।


সাতদিন/এমজেড

১৯ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >