১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মি, রবীন্দ্র সরোবর, ঢাকা
জলের গানের কনসার্ট
আরএফএল-এর নতুন পণ্য ড্রিংকইট-এর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে এ সময়ের জনপ্রিয় ব্যান্ড জলের গান। রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং কোন এন্ট্রি ফি ছাড়াই যে কেউ এটি উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, জলের গান’ যাত্রা শুরু করে ২০০৬ সালে। ভিন্ন এবং স্বতন্ত্র ধারার গান পরিবেশনের জন্য দলটি অল্প দিনের মধ্যে শ্রোতাদের মন জয় করে।জলের গানের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এ বছর জুন মাসে দলটির দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হয়েছে। জলের গানের এ পর্যন্ত প্রকাশিত সব গান দলটির নিজস্ব ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে।
সাতদিন/এমজেড