১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

নাট্যকেন্দ্রের দুই নাটকের মঞ্চায়ন

‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’


রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে নাট্যকেন্দ্রের প্রযোজনায় মঞ্চায়িত হবে ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধার হাট’ শিরোনামের দুটি নাটক। স্বল্প দৈর্ঘ্যের নাটক দুটি পর পর মঞ্চায়িত হবে। নাটকদুটির রূপান্তর ও নির্দেশনায় থাকছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। দুই মিসরীয় নাট্যকার আলফ্রেড ফারাগ এবং তৌফিক আল হাকিম রচিত দুটি নাটক যথাক্রমে ‘দ্য ট্র্যাপ’ এবং ‘দ্য ডাংকি মার্কেট’। ‘দ্য ট্র্যাপ’-এর বাংলা রূপ ‘বন্দুকযুদ্ধ’ এবং ‘দ্য ডাংকি মার্কেট’-এর বাংলা রূপ ‘গাধার হাট’। নাটক দুটির দৈর্ঘ্য ৩০ মিনিট।

এক দুশ্চরিত্র গ্রাম্য চেয়ারম্যানকে কেন্দ্র করে নাটক ‘বন্দুকযুদ্ধ’র কাহিনী আবর্তিত হয়। সে তার চাকর গহর এবং ভাড়াটে খুনী হায়নাকে দিয়ে নানান অপকর্ম করায়। একদিন সে গহরকে দিয়ে হায়নাকে খুন করিয়ে নিজের অপকর্মের চিহ্ন মুছে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু গহর তার কথা না শুনে হায়নার পরিবর্তে চেয়ারম্যানকে গুলি করে বসে। নাটকে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করছেন আরিক আনাম খান। গহর চরিত্রে শরীফ হোসেন ইমন এবং খুনি হায়েনার চরিত্রে মজিবুল হাসান নির্যাশ।


‘গাধার হাট’ নাটকে দুই বেকার যুবকের গল্প উঠে আসে। তারা একটি হাটে গিয়ে দেখে গাধার দাম আছে, মানুষের দাম গাধার চেয়ে কম। তাই তারা সিদ্ধান্ত নেয় গাধার সঙ্গে নিজের ভোল পাল্টে ফেলার। এক দিন পরিকল্পনামতো এক চাষির কেনা গাধা কৌশলে সরিয়ে তার বাড়িতে আশ্রয় করে নেয় প্রথম বেকার। কিন্তু ঝগড়াটে স্ত্রীর নানা কথায় যুবকের পক্ষে সে পরিবারে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। সে আর তার বন্ধু মিলে ঠিক করতে থাকে নতুন ঠিকানা। এ নাটকে দুই গাধার চরিত্রে অভিনয় করেছেন নোমান আহমেদ ও আতিক। চাষা চরিত্রে সাইফ আহমেদ এবং ঝগড়াটে স্ত্রীর ভূমিকায় থাকছেন সঙ্গীতা চৌধুরী।

নাটকের আলোক পরিকল্পনা করছেন নাসিরুল হক খোকন। সার্বিক তত্ত্বাবধান ও অন্যান্য দায়িত্বে রয়েছেন ঝুনা চৌধুরী।


সাতদিন/এমজেড

১৯ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›