১৯ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মি, জাতীয় জাদুঘর, ঢাকা

সম্মাননা পাচ্ছেন কামরুজ্জামান কামু

লোক সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান

বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুজ্জামান কামুকে লোক সাহিত্য সম্মাননা প্রদান করা হচ্ছে। এই উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শুরু হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন কবি নির্মলেন্দু গুণ, কামাল চৌধুরী, আসাদ মান্নান ও আনিসুল হক। আলোচক হিসেবে উপস্থিত থাকছেন টোকন ঠাকুর, আহমেদ মোস্তফা কামাল, ইমতিয়াজ মাহমুদ ও বিধান সাহা।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন লেখককে লোক সাহিত্য পুরস্কার দিয়ে আসছে অনিকেত শামীম সম্পাতিক সাহিত্য পত্রিকা লোক। তারই ধারাবাহিকতায় এ বছর উক্ত পুরস্কার পান কবি কামরুজ্জামান কামু। সবিশেষ উল্লেখ্য, ২০০৯ সালে কবি চঞ্চল আশরাফকে পুরস্কার প্রদানের মধ্য দিয়েই এ পুরস্কার প্রবর্তন করা হয়েছিল।


সাতদিন/এমজেড

১৯ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার