রাত ৯ টা, ২০ সেপ্টেম্বর, এনটিভি

একক নাটক: অন্য পৃথিবী

রচনা:আহসান কবির লিটন
পরিচালনা: পারভেজ আমিন
অভিনয়: রিয়াজ, নাদিয়া, খালেদা আক্তার কল্পনা


জেলা শহর স্টেশনে ট্রেন থামে। আজাদ ট্রেন থেকে প্লাটফর্মে নামে, পনের বছর পর চেনা স্টেশনটা একদম অচেনা লাগে তার। বিচার বিভাগের একটা ভুল, সেই সাথে তার মন্দ কপালের জন্য আজাদকে পনের বছর জেল খাটতে হয়েছে। জেলে থাকতে তার প্রতিটি দিন কেটেছে জেলের বাইরের জীবনের কথা ভেবে, প্রতি মূহুর্ত কাটতো এ্যানগেজমেন্ট করে রেখে যাওয়া তার ভালবাসা নিলীমার কথা। আজাদ বাড়িতে এসে এক বড় ধাক্কা খায় নিলীমাকে দেখে। নীলিমা এখন তার ছোট ভাইয়ের স্ত্রী।’


এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘অন্য পৃথিবী’। অভিনয় রিয়াজ, নাদিয়া, খালেদা আক্তার কল্পনা প্রমূখ।

২০ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›