২৬ সেপ্টেম্বর, সাতক্ষিরা থেকে সুন্দরবন

সুন্দরবনে ভ্রমণ

অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিডি সুন্দর বনে ভ্রমণের আয়োজন করেছে। তিন দিন দুই রাতের এই ভ্রমণ শুরু হবে ২৬ সেপ্টেম্বর সাতক্ষিরা থেকে। এতে জনপ্রতি খরচ পড়বে ৬৮০০ টাকা। ৫০% টাকা বুকিং দেওয়ার সময়ই দিতে হবে। পুরো ভ্রমণটি হবে নৌ পথে। এই ভ্রমণে নেলডুমুর, কলাগাছি, দোবাকি, পুষ্পকাটি, মাদারবাড়িয়া, পুটনির দ্বীপ, হীরণ পয়েন্ট, তাম্বুল বুনিয়া, কটকা এবং টাইগার হিলে বেড়ানোর পরিকল্পনা আছে।


বিস্তারিত তথ্যের জন্য ০১৬৭০২৮২০৬০ অথবা ০১৯১২০৩১৬৩৬ নাম্বারে। এ ছাড়া অ্যাডভেঞ্চার ট্যুরিজম বিডি’র কার্যালয়ে (৭৪/এ, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, মালিবাগ) যোগাযোগ করা যাবে।

সাতদিন/এমজেড

২৬ সেপ্টেম্বর ২০১৫