২১ সেপ্টেম্বর সকাল ১০টা, চারুকলা অনুষদের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়
যানজট নিরসনে সচেতনতার লক্ষ্যে
বিশ্ব কারমুক্ত দিবস
২২ সেপ্টেম্বর বিশ্ব কারমুক্ত দিবস। প্রতি বছর বিশ্বের প্রায় চার হাজার শহরে দিবসটি পালন করা হয়। প্রতিবছরের ন্যায় বাংলাদেশ দিবসটি পালনের লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, গ্রীন মাইন্ড সোসাইটি, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ, ইন্টারন্যাশনাল টুরিজম স্টুডেন্টস কনফেডারেশন, এভানগার্ড, মাস্তুল, সহায় উন্নয়ন সংস্থা, প্রটেক্ট টু জার্নালিস্ট, ঢাকা সাইক্লিং ক্লাব, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, অরুনোদয়ের তরুন দল, ধানমন্ডি কচিকন্ঠ স্কুল,বাংলাদেশ ইর্য়থ ডেভেলপমেন্ট সোসাইটি, আইডিয়াল ক্যাডেট স্কুল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এর সামনে ২১ সেপ্টেম্বর ২০১৫, সোমবার সকাল ১০ টায় চারুকলার সামনের রাস্তায় শিশুদের খেলাধুলাসহ সকলের জন্য বিভিন্ন ধরনের আয়োজন থাকছে।
উল্লেখ্য, সত্তরের দশকে জ্বালানী সঙ্কটের প্রেক্ষিতে ইউরোপে প্রাইভেট কার নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ প্রাইভেট কারের অনিয়ন্ত্রিত ব্যবহার। প্রাইভেট কারের ব্যবহার নিয়ন্ত্রণে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং হাঁটা ও সাইকেলের উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। আমাদের দেশেও ২০০৬ সাল থেকে দিবসটি নিয়মিত পালন করা হয়।
সাতদিন/এমজেড