বিকাল ৩ টা ৩০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, একুশে টিভি
বিশেষ টেলিফিল্ম: লুকোচুরি
রচনা: আজম খান
পরিচালনা: সরদার রোকন
অভিনয়: প্রভা, কল্যান কোড়াইয়া
রাশেদ তার নব বিবাহিত স্ত্রী‘কে নিয়ে পাহাড়ে বেড়াতে যায়। পরিনিতা রাশেদের সদ্য বিবাহিত স্ত্রী ঢাকায় বিয়ে সেরেই হানিমুনে কক্সবাজার বেড়াতে যায়। বিমান থেকে ল্যান্ড করেই পরিনিতা রাশেদকে নিয়ে অর্নবের রেষ্ট হাউজে ওঠে। তারা সমুদ্র ঘুরে বেড়ায়। ভালোবাসা, আবেগে তারা ছেলে মানুষি খেলা খেলতে থাকে। তারা সমুদ্রে নিজেদের জরিয়ে স্বপ্ন দেখে। হারিয়ে যায় অজানা এক আবেশে। পরিনিতার ইচ্ছা পাহাড় দেখবে। যেমন কথা তেমন কাজ।
রাশেদ পরিনিতাকে নিয়ে পাহাড়ে যায়। দুইজন লুকোচুরি খেলতে খেলতে এক সময় রাশেদ হারিয়ে যায়। পরিনিতা খুজতে থাকে। খুজতে গিয়ে নানান ঝামেলায় পাড়ে। পরিনিতা অর্নবের সাহায্য চায়। অর্নব তার প্রেমিকা সিমা, পরিনিতাকে বিভিন্ন জায়গা ঘুরে রাশেদকে খুজে ফিরে। অবশেষে রিনিতা রেষ্ট হাউসে ফিরে আসে। পরিনিতা এখন কি করবে খুজে পাচ্ছেনা। রাশেদ পাহাড় থেকে নেমে অনেক দুরে চলে যায় সেখানে রিমি নামের এক সুন্দরীর দেখা মিলে। মেয়েটির সাথে রাশেদ কথা বলে। তাকে ভালোলাগে পরিনিতার কথা সে ভুলে যায়।
ঈদ-উল-আযহায় একুশে টেলিভিশনের ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘লুকোচুরি’। আজম খানের রচনা এবং সরদার রোকনের পরিচালনায় ঈদের এই বিশেষ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন প্রভা, কল্যান কোড়াইয়া, জিদানসহ আরও অনেকে।