২০ থেকে ২২ সেপ্টেম্বর, দ্য আমেরিকান সেন্টার, ঢাকা
তিন দিনের জিআরই কর্মশালা
রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস দ্য আমেরিকান সেন্টারে (প্লট-১, ব্লক-জে, প্রগতী স্বরণী) তিন দিনের এক গ্র্যাজুয়েট রেকর্ড একজামিনেশন (জিআরই) কর্মশালার আয়োজন করা হয়েছে। তিন দিনের এই কর্মশালা প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। এতে অংশ নিতে নাম নিবন্ধন করতে হবে। ৮৮০-২-৫৫৬৬-২৮৩৬ অথবা ৫৫৬৬-২৮২০ নাম্বারে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে ফোন করে নাম নিবন্ধন করা যাবে। উল্লেখ্য, উচ্চশিক্ষার জন্য জিআরই একটি মানদ্বন্ড হিসেবে কাজ করে। মাস্টার্স বা পিএইচডি করতে যারা বিদেশে যেতে চায় তারা এই পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়ে থাকে। তবে এটি সাধারণত উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রযোজ্য।
সাতদিন/এমজেড