৩ অক্টোবর সন্ধ্যা ৭টা, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা

ফরাসী চলচ্চিত্র ‘সান সোলেইল’-এর প্রদর্শনী

বেঙ্গল সিনেমাথেকের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রদর্শিত হবে ফরাসী নির্মাতা ক্রিস মার্কার পরিচালিত চলচ্চিত্র ‘সান সোলেইন’ যার অর্থ ‘সানলেস’ বা সূর্যহীন। ১৯৮৩ সালে নির্মি ১০৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রকে তথ্যচিত্রও বলা যেতে পারে। আনেক সমালোচক একে তথ্যচিত্রের অন্তর্গত মনে করেন। তবে এটি তথ্যচিত্র এবং কল্পনার সংমিশ্রনে নির্মিত অভিনব এক সৃষ্টি।


পুরো চলচ্চিত্রটির মূল বর্ণনাকারী একজন নারী। এই নারী তার কাছে পাঠানো এক ক্যামেরাম্যানের চিঠি পড়তে থাকে যার ভিত্তিতে চলচ্চিত্র এগিয়ে যায়। স্ক্রিনে ভেসে উঠে জাপান, পশ্চিম আফ্রিকা, প্যারিস, স্যান ফ্রান্সিস্কো এবং আইসল্যান্ডের নানান দৃশ্য। এই দৃশ্যগুলোকে তথ্যচিত্র বলা যেতে পারে তবে পুরো বিষয়টির মধ্যে কল্পনার ছাপ রয়েছে।


সাতদিন/এমজেড

৩ অক্টোবর ২০১৫

মুভি

 >  Last ›