সন্ধ্যা ৭টা ৩০মি, ঈদের ২য় দিন, চ্যানেল নাইন

একক নাটক: সাইলেন্স

রচনা ও পরিচালনা: ইমেল হক
অভিনয়: আফরান নিশো, তিশা

 


মতিঝিল এলাকার একটি আবাসিক এরিয়ার এপার্টমেন্টের চতুর্থ তলাটা মির্জা সাহেবের, এখানে তিনি নিয়মিত থাকেনা বিশেষ প্রয়োজনে থাকেন। এই বাসার মির্জা সাহেব ব্যতীত আরোও একজন সদস্য থাকেন শিল্পী, শিল্পী মির্জা সাহেবের রক্ষিতা। মির্জা সাহেব নিজের প্রয়োজনে ইচ্ছে মত শিল্পীকে ব্যবহার করে। মির্জা সাহেবের বন্ধু থেকে শুরু করে ব্যবসায়িক পার্টনারদেরও মাঝে মাঝে এ বাসায় আসতে দেখা যায়। শিল্পী গরীব ঘরের সুন্দরী মেয়ে। প্রতিনিয়ত সে চরম অত্যাচার সহ্য করে শুধু এই চিন্তা করে, মাস শেষে শিল্পীর বাবা-মা বেঁচে থাকার জন্য কিছু টাকা পায়। মির্জা সাহেবের এই এপার্টমেন্টে নতুন কেয়ারটেকার হিসেবে যোগদান করে শফিক।

শফিক একদিন দেখে চারতলা থেকে পানি পড়ছে। অনেক বার কলিংবেল দেয়ার পরও যখন দরজা কেউ খুলে না তখন নিচ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ডুকে । বাথরুমের কল বন্ধ করে শফিক দেখে শিল্পী তার বেড রুমে বসে আছে। শফিক শিল্পীকে জিজ্ঞেস করে সে কেন বাথরুমের কল ছেড়ে রেখেছে, কিন্তু শিল্পী কোন উত্তর না দিয়ে চুপ করে থাকে। পরের দিন শফিক আবার শিল্পীর বাসায় আসে । সে শিল্পীর জন্য নাস্তা বানায়, তার জামা-কাপড় ধুয়ে দেয়। মির্জা সাহেবের ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দেয়, এভাবে কিছু দিন চলতে থাকে। শফিক এতদিনেও শিল্পীর মুখে কোন কথা শুনেনি। শিল্পীর উপর মির্জা কতৃক যে নির্যাতন চলে শফিক সে ব্যাপারটা বুঝতে পারে, শফিক সিদ্ধান্ত নেয় সে শিল্পীকে নিয়ে পালিয়ে যাবে।


পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘সাইলেন্স’। রচনা ও পরিচালনা করেছেন ইমেল হক। অভিনয়ে আফরান নিশো, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

২৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›