রাত ৯টা ৩০মি, ঈদের ২য় দিন, চ্যানেল নাইন

বিশেষ নাটক: লুকোচুরি গল্প

রচনায়: শাওন কৈরী
পরিচালনা: গৌতম কৈরী
অভিনয়: পিয়া ও সজল


গল্পের নায়ক জাকারিয়া। চিরকালই সে খুব ডিসিপি¬নড একজন মানুষ, বর্তমানে দশটা পাঁচটা অফিস আর দিনশেষে সিনেমা দেখেই কাটছে সময়। প্রমি একটা নিউজ চ্যানেলে চাকরি করে। ইতোমধ্যে বেশ সুনাম অর্জন করেছে কাজের মাধ্যমে। সারাদিন কাজ নিয়ে ডুবে থাকতেই পছন্দ করে গল্পের নায়িকা। এই দুইজন মানুষের বিয়ে ঠিকঠাক-বাড়ি থেকে পারিবারিক ভাবেই। এক মাস পরেই বিয়ের পিড়িতে বসবে তারা। এরকম সময়ে একদিন অফিস থেকে ফিরে একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ করেই প্রেমের তুমুল আকাঙ্খা বোধ করে জাকারিয়া। তার কাছে মনে হয়, এক মাস পর তো বিয়েই হয়ে যাচ্ছে, এর আগে যদি সে জীবনে প্রেমের স্বাদ না পায়,তাহলে তো জীবনে একটা বিরাট মিস করে ফেলবে সে।

কিছুদিন পর বিদেশী একজন বন্ধুর সাথে ফেসবুকে চ্যাট করতে গিয়ে প্রমি দেখে তার বন্ধু ২ মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে তার স্ত্রী কে নিয়ে পালিয়ে বিয়ে করে। তখন প্রমি হঠাৎ করে তুমুল এ্যডভেন্চারের সাথে প্রেমের আকাঙ্খা ফিল করতে থাকে, তার কাছেও মনে হয় জীবনে প্রেম করাটা খুবই জরুরি। নইলে জীবনে বিরাট একটা মিস হয়ে যাবে। তখন প্রমি আর জাকারিয়া ঠিক করে, এখন থেকে তারা প্রেম শুরু করবে, শুরু হয় এক নতুন যাত্রা। কিন্তু দেখা যায় প্রতিদিনই কোন না কোন ঝামেলা চলে আসে। হয় জাকারিয়ার গুরুত্বপূর্ন কাজ থাকে, নয়তো প্রমি ব্যস্ত হয়ে পড়ে। তাদের আর প্রেম করা হয়ে ওঠে না। এর মাঝে একদিন অন্য এক ছেলের সাথে প্রমি কে দেখে জাকারিয়া। তার সন্দেহ বাড়তে থাকে ছেলেটার সাথে তাকে নিয়মিত দেখতে দেখতে।

 

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘লুকোচুরি গল্প’। রচনায় শাওন কৈরী ও পরিচালনায় গৌতম কৈরী এবং অভিনয় করেছেন পিয়া ও সজল, সেলিম আহমেদ, বাবলু মামস প্রমুখ।

২৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›