৪ অক্টোবর সন্ধ্যা ৭টা, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা
সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম
‘ভার্টিগো’র প্রদর্শনী
আলফ্রেড হিচকক পরিচালিত চলচ্চিত্র ‘ভার্টিগো’ প্রদর্শিত হবে ঢাকার ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে (৬৪, ৬৫ কাজী নজরুল ইসলাম এভিন্যু, কারওয়ান বাজার)। এই প্রদর্শনীর আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ফরাসী লেখক বিলো নার্সেজাকের উপন্যাস “দেন্ত্রে লেস মর্ত’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়। ১৯৫৮ সালে নির্মিত ১২৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেমস স্টুয়ার্ট, কিম নোভাক, বারবারা বেল গেডেস, টম হেলমর’সহ আরও অনেকে। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয় এক অবসরপ্রাপ্ত ডিটেক্টিভকে কেন্দ্র করে।
স্কটি ফার্গুসন নামের এক গোয়েন্দা কর্মকরতাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। কারণ কর্তব্য পালন করতে গিয়ে সে এক ধরনের মানসিক অসুস্থতা অনুভব করে। তার মধ্যে দেখা দেয় উচ্চতা ভীতি (অ্যাক্রোফোবিয়া) এবং মাথা ঘুরানোর (ভার্টিগো) সমস্যা। এমন সময় স্কটি’র পরিচিত গ্যাভিন এলস্টার নামের এক ব্যক্তি তাকে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে এক কাজে নিয়োগ দেয়। গ্যাভিনের স্ত্রী’র আচার-আচরণ রহস্যজনক মনে হওয়ায় গ্যাভিন তার স্ত্রীর পিছনে স্কটিকে গোয়েন্দা হিসেবে নিয়োগ করে। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যায় গল্প।
সাতদিন/এমজেড