রাত ৯টা ৩০মি, ঈদের ৩য় দিন, চ্যানেল নাইন

বিশেষ নাটক: ডেড সন স্টোরি

রচনা ও পরিচালনা: দীপংকর দীপন
অভিনয়: মীর সাব্বির, জেনি


ভীষন মেধাবী যুবক কিশোর, পেশা লেখা লেখি। কিশোরের একদিন সকালের ঘুম ভাঙে কলিংবেলের আওয়াজে। দরজা খুলে শৌমি কে দেখে সে চমকে যায়। শৌমিক তার স্ত্রী, যার সাথে গত ৬ বছর কোন যোগাযোগ নেই। বিয়ের এক বছরের মাথায় যখন শৌমি জানালো সে মা হতে চলছে, তখনই দায়িত্ব নেওয়ার ভয়ে পালিয়ে যায় কিশোর। শৌমিক জানায় সে কানাডা যাচ্ছে পড়াশোনা করতে। সবকিছু গুছিয়ে মাস ছয়েক পর ছেলেকে ফিরিয়ে নেবে। ততদিন ওর দেখা শোনা কিশোরকে করতে হবে।

শুরু হলো বাপ-বেটার দৈনন্দিক জীবন। কেউ কাউকে ঠিক পছন্দ করতে পারছেনা, অনেকটা বাধ্য হয়েই একসাথে থাকতে হচ্ছে তাদের। একসময় ফাদারশীপটা উপলব্ধি করতে পারে কিশোর আর ছেলেটাও বাবার আদর খুঁজে নেয়। ৬ মাস যাওয়ার পর শৌমি এসে ছেলেকে নিয়ে চলে যায়। এবার ছেলে ছাড়া একা জীবনটা মানতে পারছেনা কিশোর। কিন্তু কি করবে সে, যোগাযোগের কোন পথ খুলা রাখেনি শৌমি।


পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘ডেড সন স্টোরি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং অভিনয়ে মীর সাব্বির, জেনি আরো অনেকে।

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›