২৭ ও ২৮ সেপ্টেম্বর, ঢাকা থেকে মিরসরাই
চট্টগ্রামের মিরসরাইয়ে ভ্রমণ
ঝর্ণার পানিতে ঈদ
ট্রেকার্স কমিউনিটি অফ বাংলাদেশ ঢাকা-মিরসরাই-ঢাকা ভ্রমণের আয়োজন করেছে। মিরসরাইয়ের পাহাড়ী এলাকায় ঝর্ণার পানিতে ঈদ উদযাপনের সুযোগ করে দিচ্ছে এই আয়োজন। জন প্রতি খরচ পড়বে ২ হাজার টাকা। এই ভ্রমণে অংশ নিতে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। আসন নিশ্চিত করতে ১০২০/- টাকা ''ডাচ বাংলা মোবাইল ব্যাংক (DBBL)'' এর মাধ্যমে প্রেরন করতে হবে। বিস্তারিত তথ্য ও টাকা পাঠানোর ব্যপারে এই ০১৬৮২৪২৪২৮০ নাম্বারে যোগাযোগ করা যাবে।
এই ভ্রমণে যে সব ছড়া ও ঝর্ণা দেখা যাবে সেগুলো হলো- বোয়ালিয়া/বোয়াইল্লা, বাউশ্যা /বাইশ্যা ছড়া, অমরমানিক্য, উঠান, নহেতাকুম, ৩ নাম্বার ছড়া, খৈয়াছড়া, মহামায়া লেক ( অপশনাল )। এ ছাড়া সাথে নাম না জানা আরো ৩/৪ টি ঝরনা দেখা যাবে।
সাতদিন/এমজেড