দুপুর ২টা ৪৫ মি, ঈদের ৫ম দিন, চ্যানেল নাইন
বিশেষ টেলিফিল্ম
নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা
রচনায়: রূপান্তর
পরিচালনা: অনিরুদ্ধ রাসেল
অভিনয়: শহীদুজ্জামান সেলিম, নাদিয়া আহমেদ, নাঈম
থাইল্যান্ডের পাতায় প্রথমবারের মত বেড়াতে আসে সাগর ও নীলিমা। প্রায় বছর তিনেকের দাম্পত্য জীবনে অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে তাদের। নিম্নমধ্যবিত্ত পরিবারের অভাবী অথচ ভীষন আবেদনময়ী চেহারা নীলিমাকে বিয়ে করার পেছনে একটা নীল উদ্দেশ্য ছিল উচ্চাকাংখী সাগরের। তাই কখনো নিজের ব্যবসায়ীক প্রয়োজনে, কখনো বা অন্যের হয়ে বিশেষ কোন কার্যউদ্ধারের জন্য সে নীলিমাকে ঠেলে দিয়েছে অন্যের কামরায়, অন্যের বিছানায়। উপরের উঠার সিড়ি হিসেবে নীলিমাকে ব্যবহার করাতে এতুটুকু দ্বিধান্নিত হয়নি সে কখনোই। বিশাল বড় অংকের একটা চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য নিয়াজ মাহমুদ দেশের বিশাল শিাপং ব্যবসার ব্যস্ততা ফেলে পাতায়ায় ছুটে এসেছে। নিয়াজ খুব ভালো করেই জানে তার জন্য শুধু মাত্র একটা চুক্তিপত্র অপেক্ষা করে আছে শহরের নির্দিষ্ট হোটেলের একটি কামরায়, অপরিচিত একটি শরীরের সাথে। নিয়াজ নীলিমার কামরায় টোকা দিলে শুরু হয় গল্পের, শুরু হয় নতুন এক দিনের।
পবিত্র ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘নীল মেঘ কুয়াশা আর ভালোবাসা’। রচনায় রূপান্তর ও পরিচালনায় অনিরুদ্ধ রাসেল এবং অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, নাদিয়া আহমেদ, নাঈম, নমিয়া প্রমুখ।