১৬ ও ১৭ অক্টোবর, ফুজিফিল্ম-জিএমই হেড অফিস, ঢাকা
নিবন্ধনের শেষ তারিখ ৪ অক্টোবর
স্ট্রিট ফটোগ্রাফি কর্মশালা
‘থ্রু দ্য লেন্স: বাংলাদেশ’ এবং ‘আর্ট ফটোফিচার ম্যাগাজিন’ যৌথভাবে এক স্ট্রিট ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করেছে। এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকার ফুজিফিল্ম-জিএমই হেড অফিসে (প্লট-২১, রোড-১৩, ব্লক-জি, নিকেতন, গুলশান-১)। কর্মশালা পরিচালনা করবেন ভিনিত ভোহরা, রোহিত ভোহরা এবং সৌদ এ ফয়সাল। কর্মশালায় অংশ নিতে আগামী ৪ অক্টোবরের মধ্যে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ফি ৯৫০০ টাকা।
কর্মশালার প্রথম দিন সকাল ৯টায় আলোচনার বিষয় হিসেবে থাকছে ‘ইন্ট্রুডাকশন টু স্ট্রিট ফটোগ্রাফি এন্ড হাও টু ওয়ার্ক অন কম্পজিশন্স’। একই দিন দুপুর ১২টা থেকে ‘কগনিটিভ ফ্রিকশন উইথ দ্য পিকচার এন্ড সিলেক্টিং ইওর শট’ বিষয়ে ক্লাস নিবেন সৌদ এ ফয়সাল। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন লোকেশনে ছবি তোলা হবে এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হবে।
কর্মশালার দ্বিতীয় দিন ভোর ৬টা ৩০ মিনিটে আবারও বিভিন্ন লোকেশনে ছবি তোলা হবে। এরপর সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘গেস্টাল্ট ভিশন, হাও টু পার্সিভ এ মোমেন্ট এন্ড সি এ শট’ শীর্ষক ক্লাস থাকছে। দুপুরের খাওয়ার পর শুরু হবে কর্মশালার সর্বশেষ সেশন। এই সেশনে প্রতিটি প্রশিক্ষনার্থীর চারটি করে ছবিকে বিশ্লেষণ করা হবে সমালোচকের দৃষ্টি থেকে।
কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১৫০৭৮৯৪ (সুদীপ্ত) এবং ০১৭১৩৪২৬৫১৮ (শরীফ রিপন) নাম্বারে যোগাযোগ করা যাবে।
সাতদিন/এমজেড