১৫ থেকে ১৭ অক্টোবর, দৃক গ্যালারি, ঢাকা
আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী
আগামী ১৫ ও ১৬ অক্টোবর রাজধানীর দৃক গ্যালারিতে (বাড়ি-৫৮, রোড-১৫এ নতুন, ধানমণ্ডি আ/এ) এক আন্তর্জাতিক আলোচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে আগ্রহী আলোকচিত্রীদের কাছ থেকে ছবি সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে গত ১২ সেপ্টেম্বর। জমা পড়া ছবিগুলো নিয়ে প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন হবে। ‘এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড অফ ক্রিয়েশন-সিজন ১’ শিরোনামের এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে ‘ফটোগ্রাফি ২৪×৭’ নামের একটি সংগঠন।
প্রতিযোগিতায় বিজয়ীরা ক্রেস্ট এবং সনদ পাবেন। এ ছাড়া প্রদর্শনীতে বিক্রিত ছবির মূল্যের ৮০% পাবেন আলোকচিত্রী।
সাতদিন/এমজেড