২৫ অক্টোবর বিকাল ৩টা, দৃক গ্যালারি, ঢাকা
দলীয় চিত্রপ্রদর্শনী: রাইট টু ওয়াটার
আগামী ২৫ অক্টোবর বিকাল ৩টায় ঢাকার দৃক গ্যালারিতে (বাড়ি-৫৮, রোড-১৫এ নতুন, ধানমণ্ডি আ/এ) শুরু হচ্ছে ‘রাইট টু ওয়াটার’ শিরোনামের এক দলীয় আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর জন্য ছবি সংগ্রহ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। appbexhibition2015@gmail.com এই ইমেইল ঠিকানায় একজন সর্বোচ্চ পাঁচটি ছবি পাঠাতে পারবেন। জমা দেওয়া ছবিগুলো থেকে ৭০টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হবে এবং ৩টি ছবি পুরস্কারের জন্য মনোনিত করা হবে। প্রতিটি বাছাইকৃত ছবির জন্য ৭০০ টাকা নিবন্ধন ফি জমা দিতে হবে। ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে অংশগ্রহণকারীদের ফি জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৪৪১৩১০৩ নাম্বারে যোগাযোগ করা যাবে।
সাতদিন/এমজেড