ছবি পোস্ট করার শেষ তারিখ ৩১ অক্টোবর

ফেসবুকে সেলফি প্রতিযোগিতা

ডিজিটাল সেবা ডট কম লিমিটেড আয়োজন করছে DSDC selfie contest 2015। এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রিয়জনের সাথে অথবা নিজের সেলফি ফেইসবুক ইভেন্ট পেইজে পোস্ট করতে হবে। বিজয়ীরা ডিজিটাল সেবা ডট কম (ডিএসডিসি) পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার একটি samsung galaxy tab।


ফেইসবুক ইভেন্ট পেইজের লিংক: https://www.facebook.com/events/1442068799432479/


আয়োজনের বিশেষ শর্ত অনুযায়ী অংশগ্রহণকারীকে অবশ্যই ডিজিটাল সেবার ফ্যান পেইজে লাইক দিতে হবে।

পেইজ লিংক: https://www.facebook.com/digitalsebadotcom

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার নিয়মবলী:

১। সেলফিটির মালিক নিজেকে হতে হবে।
২। ছবিটি নিজের হাতে তুলতে হবে।
৪। প্রিয়নের সাথে সেলফি, বন্ধু-বান্ধব্দের নিয়ে সেলফি, পরিবারের কাউকে নিয়ে সেলফি এই ধরণের ছবিগুলো ইভেন্টে অগ্রাধিকার পাবে।
৫। ছবির সাথে পোস্ট করতে হবে নাম, পেশা, জেলা, ফেইসবুক লিংক এবং ইমেইল (ফেইসবুক লিংক/মেইল যে কোন একটা দিলেও হবে)

একজন একাধিক ছবি পোষ্ট করতে পারবেন তবে প্রতিযোগীতার জন্যে যে কোন একটি বাছাই করা হবে এবং সেরা ১০ ছবির মালিক পাবেন একটি করে samsung galaxy tab। লাইক, শেয়ারিং (সেলফি, ডিএসডিসির ফ্যান পেইজ এর যে কোন পোষ্ট ও গ্রুপ), কমেন্ট এবং বিশেষ গুরুত্ব দেয়া হবে ছবির মানের উপর। অবশ্যই প্রতিটি সেলফির একটা থিম থাকতে হবে।


সাতদিন/এমজেড

৩১ অক্টোবর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›