সন্ধ্যা ৭টা ৫০ মি, ঈদের ২য় দিন, আর টিভি
একক নাটক: যমজ ৪
রচনা: অনিমেষ আইচ
পরিচালনা: আজাদ কালাম
অভিনয়: মোশাররফ করিম, আজমেরী আশা
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আর টিভি’তে ঈদের ২য় দিন সন্ধা ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘যমজ ৪’। নাটকটি রচনা অনিমেষ আইচ ও পরিচালনা আজাদ কালাম এবং অভিনয় করেছেন মোশাররফ করিম, আজমেরী আশা প্রমুখ।