দুপুর ২টা ১০ মি, ঈদের ৩য় দিন, বাংলাভিশন

টেলিফিল্ম: লাইফ সাপোর্ট

রচনা ও পরিচালনা: মাসুদ মেজান
অভিনয়ে: রিয়াজ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ

মাসুদ মেজান-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘লাইফ সাপোর্ট’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন, ২৭ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, মৌটুসী বিশ্বাস, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন সবুজ, জিনান, সারাহ্ প্রমুখ।


গল্পে দেখা যাবে শাহরিয়ার [রিয়াজ] ও সাদিয়ার [মৌটুসী] ছোট্ট সংসার, কিন্তু অশান্তিতে ভরা। ছোট বড় নানান বিষয় নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। পারস্পরিক দ্বিধা-দ্বন্দ্ব আর সন্দেহ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন সাদিয়া সিদ্ধান্ত নেয়, এইভাবে আর একত্রে বসবাস করা সম্ভব না, সে তার বোনের বাড়িতে চলে যায়। অন্যদিকে শাহরিয়ার ঘরের সমস্ত আসবাবপত্র এমনকি মোবাইল ফোনটিও বিক্রি করে বনবাসে চলে যায়, এরপরই ঘটতে থাকে মজার সব ঘটনা।

২৭ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›