দুপুর ২টা ১০ মি, ঈদের ৪র্থ দিন, বাংলাভিশন
টেলিফিল্ম: রেইনবো
রচনা ও পরিচালনা: মাহমুদ দিদার
অভিনয়ে: রিচি সোলায়মান, প্রভা, স্বাগতা, পাভেল ইসলাম
মাহমুদ দিদার-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘রেইনবো’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন, ২৮ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন রিচি সোলায়মান, প্রভা, স্বাগতা, পাভেল ইসলাম, নিয়াজ মোর্শেদ প্রমুখ।
রিটা, নাজিয়া, সাবি তিনজন নারীর গল্প। তাদের যাপিত জীবনের নিজস্ব প্লট আছে। তিনজনের জীবনে পুরুষ চরিত্ররা আসে। কিন্তু এই ভালোবাসার অভিজ্ঞতা তাদের কাছে এক ধরণের হাওয়াই রহস্যের মত। প্রতারিত হয় সবখানে, অদ্ভুত ভাবে নানা পুরুষের কাছে। একটা সময় তারা বিচ্ছিন্ন ঘটনার ভিতর দিয়ে নিজেদের বিক্ষোভ আর বিরহের গল্প শুনে। নিজেরা আলাদা জীবন যাপন করে! কোন প্রতারক পুরুষের কাছে অবনত না হওয়ার সিদ্ধান্ত নেয়! স্রেফ একটা পরিচ্ছন্ন বন্ধুতাই “রেইনবো”র গল্প।