দুপুর ২টা ১০ মি, ঈদের ৫ম দিন, বাংলাভিশন
টেলিফিল্ম: ঘুম পিয়ানো একদিন ভালোবাসা
রচনা: শহিদুল হক স্বপন
পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: সজল, মম, সাবেরী আলম
শহিদুল হক স্বপন-এর রচনা ও অঞ্জন আইচ-এর পরিচালনায় টেলিফিল্ম ‘ঘুম পিয়ানো একদিন ভালোবাসা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন, ২৯ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন সজল, মম, সাবেরী আলম, ফারুক আহমেদ প্রমূখ।
অমিত নীরাকে পাগলের মত ভালোবাসে, কিন্তু নীরা কিছুতেই অমিতের সাথে কোন সম্পর্ক রাখতে রাজি না। কারণ সে ভাই ভাবির সংসারে থেকে পড়া শোনা করছে। আর তারা কিছুতেই এ ধরণের সম্পর্ক মেনে নিতে রাজি না। কিন্তু অমিত নাছর বান্দা। কাহিনীর এক পর্যায়ে অমিত সাহায্য নেয় তার এক বড় ভাইয়ের বন্ধু রঞ্জুর কাছে। রঞ্জু ভাই তাকে সব উদ্ভট পরিকল্পনা দিতে থাকে। কিন্তু কোন পরিকল্পনাই কাজে আসে না। কাহিনীর এক পর্যায়ে নীরার ভাবী নীরার বিয়ে এক বয়স্ক পাত্রের সাথে ঠিক করে। এ খবর শোনা মাত্র অমিতের সাথে দেখা করতে যায় নীরা। নীরা জানায় সে এই বিয়েতে রাজি না। এর পরে ঘটতে থাকে নানা ঘটনা।