রাত ৮টা, ঈদের ২য় দিন, বাংলাভিশন

নাটক: প্রিয়তমেষু

রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত
অভিনয়: তাহসান, মেহজাবিন, নাঈম

ইমরাউল রাফাত-এর পরিচালনায় নাটক ‘প্রিয়তমেষু’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন তাহসান, মেহজাবিন, নাঈম প্রমুখ।

সবার জীবনে প্রেম আসে। কিন্তু প্রেম করে অনেকেই মনের মানুষকে পায়, আবার অনেকেই পায় না। তাই নিয়েই এই গল্পের কাহিনী ।

আনিস সাহেবের অনেক টাকা পয়সা থাকার পরও সে তার ছেলে রাফিকে পড়াতে পারে নি। কারণ রাফি তার বাবা-মার কথা শুনে না। রাফি পড়াশুনা করেনি বলে তার বাবা তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাফি এলাকায় চাঁদাবাজি করে। পড়ালেখা তেমন করেনি। সারাদিন দল বল নিয়ে ঘুরে বেড়ায়। শুদ্ধভাবে কথাও বলতে পারে না। জেবিন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এবং সম্মানী একটা পরিবারের মেয়ে। বাবার টাকা-পয়সা, সম্পত্তি তেমন বেশি নেই। রাফি জেবিনকে অনেক পছন্দ করে, সব সময় ফলোও করে। কিন্তু কাছে গিয়ে কথা বলতে পারে না ।


এক সময় রাফি ঠিক করে সে জেবিনকে চিঠি দিয়ে সবকিছু জানাবে। কিন্তু কিভাবে দিবে? রাফি তা নিয়ে দলের ছেলেদের সাথে আলোচনা করে। অবশেষে রাফির দলের ছেলেরা ইউনিভার্সিটির রনিকে নিয়ে আসে জোর করে রাফির চিঠি লিখে দেওয়ার জন্য। রনিও জানে না, কিভাবে প্রেমের চিঠি লিখতে হয়। কিন্তু রাফির ভয়ে সে চিঠি লিখতে রাজী হয়। রনিকে দিয়ে জেবিনকে চিঠি দেওয়া শুরু করল রাফি, রাফির নাম দিয়ে। কিন্তু জেবিন সব কিছু এড়িয়ে চলে। রনি এবং জেবিন একই বাসাই থাকে। জেবিন এর চলাফেরায় রনি মধ্যে অন্য রকম অনুভতি চলে আসে। কিন্তু রাফির ভয়ে, সে জেবিনকে কিছুই বলতে পারে না। রাফি কোন একটা কারণে জেল এ চলে যাওয়ার পর, রনি জেবিনকে নিয়ে আর বেশি করে ভাবতে শুরু করে। রনি চিন্তা করল এবার সে তার নিজের সব অনুভতি জানিয়ে জেবিনের কাছে একটা চিঠি লিখবে। এরই মধ্যে রাফি জেল থেকে মুক্তি পায়। রনি অনেক আশা নিয়ে যখন চিঠি নিয়ে জেবিনের কাছে যায়, তখন জেবিন রাফির প্রতি তার ভালবাসার কথা বলে। এই কথা শুনে রনি তার লেখা চিঠিটা আর জেবিনকে দেয়নি। তারপর জেবিন রনিকে বলে যে অনেক উপকারই তো করেছ, আরেকটা উপকার করো রাফির সাথে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য চাই। কারন জেবিন এর অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। রনি, জেবিনকে পালিয়ে যেতে সাহায্যও করে রাতের আঁধারে। অবশেষে, রনি যখন রাতের ল্যাম্পপোস্ট-এর সামনে এসে দাঁড়ালো তখন তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে তার কষ্টটা আর লুকিয়ে রাখতে পারেনি। সেও তো মানুষ। ভালোবাসার অধিকার তো তারও আছে। আছে নিজের মতো করে বাঁচার।

২৬ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›