রাত ৮টা, ঈদের ৬ষ্ঠ দিন, বাংলাভিশন

নাটক: কট ম্যারেজ

রচনা ও পরিচালনা: সাদরুদ্দিন তপু খান
অভিনয়ে: মোশাররফ করিম, অপর্ণা, মাজনুন মিজান

সাদরুদ্দিন তপু খান-এর রচনা ও পরিচালনায় নাটক ‘কট ম্যারেজ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন, ৩০ সেপ্টেম্বর রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা, মাজনুন মিজান প্রমুখ।


সাফিন আহমেদ একটি বিজ্ঞাপনী সংস্থার Creative Director। খুবই চতুর স্বভাবের সাফিন আহমেদ অফিসে ও অফিসের বাইরে সব জায়গাতেই বিখ্যাত। তার এই খ্যাতির কারন দুটো। একটি হলো তার পুরনো স্কুটি আর অন্যটি হলো ক্লায়েন্ট হ্যান্ডেলিংয়ে তার অদ্ভুত নানা রকম আইডিয়ার ব্যবহার। ক্লায়েন্টদের জন্য তার আইডিয়া গুলো অদ্ভুত ও বিবৃতকর হলেও খুবই কার্যকরী। তার জন্য তার এই ছোট খাটো চতুরতাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে। তবে সাফিন সাহেব ভালো মনের মানুষ। আবার ফিরে আসা যাক সাফিনের স্কুটির প্রসংঙ্গে। সাফিন তার স্কুটির উপর বিরক্ত হয়ে তা বিক্রির সিদ্ধান্ত নেয়। ইন্টারনেটে সেই উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন দেন। আর সেই বিজ্ঞাপনের সুত্র ধরেই সাফিনের পরিচয় হয় অরুপার সাথে। অরুপা সদ্য স্নাতক শেষ করেছে, চাকরির চেষ্টা করছে। পরিবারের সদস্য বলতে দুইজন। অরুপা আর তার অবিবাহিত চাকরিজীবি ভাই। সাফিন তার চতুরতার সাহায্যে অরুপার কাছে তার নষ্ট স্কুটিটি চড়া দামে বিক্রি করে দেয়। কেনার পর অরুপা বুঝতে পারে যে, সে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু তখন সাফিন তার স্কুটির দায়িত্ব নিতে অস্বীকার করে। সাফিনের উপর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে অরুপা, খুজতে থাকে প্রতিশোধের উপায়। আর ওদিকে আসলে নিজের অজান্তেই অরুপার প্রতি দুর্বল হয়ে পড়ে সাফিন। আসলে প্রথম ফোনে কথা শুনেই অরুপার প্রতি আগ্রহ হয় তার। সাফিন ভুগতে থাকে অপরাধবোধে। এরই মধ্যে সাফিনের অফিসে জয়েন করেন তাদের নতুন সি.ই.ও আরিয়ান চৌধুরী। সি.ই.ও এর সাথে পরিচয় হয় সাফিনের আর ঠিক ঐ মুহূর্তেই সি.ই.ও সাফিনকে পরিচয় করায় তার নিয়োগ করা নতুন কস্টিউম ডিজাইনার এর সাথে। নতুন কস্টিউম ডিজাইনার’কে দেখে স্তম্ভিত হয় সাফিন, কারণ সে আর অন্য কেউ নয় অরুপাই জয়েন করেছে তার অফিসে। আর অরুপাও খুশি হয় এই ভেবে যে এবার সে তার প্রতিশোধ নিতে পারবে। তারপর ঘটে নানান ঘটনা।

২৯ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›